আজ
|| ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
হালাল পদ্ধতিতে জমি বন্ধক রাখার নিয়ম জানালেন শায়খ আহমাদুল্লাহ
প্রকাশের তারিখঃ ১৪ মার্চ, ২০২৫
এবার হালাল পদ্ধতিতে জমি বন্ধক রাখার নিয়ম জানালেন লেখক, গবেষক ও ইসলামিক ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ।
তিনি বলেন, ‘বন্ধক রাখা জায়েয আছে। শুধু লোন নেওয়ার পদ্ধতি পরিবর্তন করতে হবে।’
শায়খ আহমাদুল্লাহ এর বিবরণে, ‘ধরুন উনার জমি, আমার টাকা। আমি উনাকে ৫ লাখ টাকা দিলাম। উনি আমাকে জমি দিলেন। আমরা বলবো এটা বন্ধক না। এটা ভাড়া হিসেবে নেয়া হচ্ছে। জমিটা আমি ভাড়ায় নেবো। প্রতি মাসে এই এক বিঘা জায়গার ভাড়া আমি ১০০ টাকা দেবো। দুই পক্ষ রাজি হয়ে সেটা দুই টাকাও ধরতে পারে। পাঁচ টাকা যেটা দিয়েছিলাম সেটা হলো ভাড়ার অগ্রীম। এটা জমি ইজারা। ভাড়া নিয়ে টাকা দেয়া জায়েয আছে।’
Copyright © 2025 আজকের মেইল. All rights reserved.