আজ
|| ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
সিম নিবন্ধনের সীমা কমছে, একজনের নামে থাকতে পারবে সর্বোচ্চ ১০টি
প্রকাশের তারিখঃ ২৪ মে, ২০২৫
একজন ব্যক্তির নামে নিবন্ধিত মোবাইল সিমের সর্বোচ্চ সীমা ১৫ থেকে কমিয়ে ১০-এ নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। নিরাপত্তা সংস্থাগুলোর সুপারিশের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিটিআরসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা শনিবার (২৪ মে) দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানান, কয়েক দিনের মধ্যেই এ সিদ্ধান্ত জনসমক্ষে জানানোর কথা রয়েছে।
তিনি বলেন, একজন ব্যক্তির নামে এক ডজন অব্যবহৃত সিম টেলিকম খাতের জন্য বোঝা এবং সম্পদের অপচয়। পাশাপাশি, এই সিমগুলো অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের ঝুঁকিও বাড়ায়।
তার ভাষ্য, এই সিদ্ধান্তে গ্রাহক বা খাতের কোনো ক্ষতি হবে না। কারণ, মাত্র ৩ শতাংশ ব্যবহারকারীর নামেই কেবল ১০টির বেশি সিম নিবন্ধিত রয়েছে।
অপরাধ দমনে ২০১৫ সালে বিটিআরসি জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সিম নিবন্ধন চালু করে। ২০১৭ সালে একজন ব্যবহারকারীর জন্য সর্বোচ্চ সিমের সীমা নির্ধারণ করা হয় ১৫টি।
২০২৪ সালের জুন পর্যন্ত মোবাইল অপারেটরদের মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ১৯ কোটি ৬০ লাখ, যা দেশের মোট জনসংখ্যার তুলনায় বেশি। তবে অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস বাংলাদেশ (এটিবি) জানিয়েছে, দেশের প্রায় ৪৫ শতাংশ মানুষ এখনো মোবাইল সংযোগের বাইরে রয়েছেন।
Copyright © 2025 আজকের মেইল. All rights reserved.