ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে সব রাজনৈতিক দল ঐকমত্য প্রকাশ করেছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
আজ সোমবার (২ জুন) বিকেলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমেদ বলেন, আজ সব রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের বিষয়ে মতামত দিয়েছে। এমন কোনো নির্বাচনসংক্রান্ত সংস্কার নেই, যা সংবিধান পরিবর্তন ছাড়া ডিসেম্বরের মধ্যে বাস্তবায়ন সম্ভব নয়। তাই সময়ক্ষেপণের কোনো সুযোগ নেই।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিতীয় দফায় রাজনৈতিক সংস্কার নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘আন্তরিকভাবে আলোচনা হয়েছে। সংস্কার কমিশনের বিস্তারিত প্রতিবেদনে আমরা মতামত দিয়েছি। অনেক বিষয়ে ঐকমত্য তৈরি হয়েছে।’
তিনি আরও বলেন, সংবিধান সংশোধন ছাড়া যেসব সংস্কারে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে, সেগুলো এক মাসের মধ্যেই অধ্যাদেশ জারি করে বাস্তবায়ন করা সম্ভব। ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে কোনও আইনি বা প্রশাসনিক বাধা নেই। বরং তার আগেই জরুরি সংস্কারগুলো বাস্তবায়ন করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা উচিত।
বিএনপির এই নেতা মনে করেন, নির্বাচন পেছানোর কোনো যৌক্তিকতা নেই। বরং দ্রুততম সময়ের মধ্যে প্রক্রিয়া চূড়ান্ত করে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এখন সময়ের দাবি।