রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:১৯ অপরাহ্ন

খতিয়ানের ‘করণিক ভুল’ সংশোধনে সর্বোচ্চ সেবার নির্দেশ

Reporter Name / ৬০ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

খতিয়ানে ‘করণিক ভুল’ সংশোধনে সেবাগ্রহীতাকে সর্বোচ্চ সেবা দেওয়ার নির্দেশনা দিয়েছেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ।

মঙ্গলবার (২৬ আগস্ট) রাজধানীর ভূমি ভবনের সম্মেলন কক্ষে ভূমি সংস্কার বোর্ড আয়োজিত অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে ভূমির রেকর্ডিয় খতিয়ান সংশোধন বিষয়ক কর্মশালায় তিনি এ নির্দেশ দেন।

সিনিয়র সচিব বলেন, খতিয়ান হচ্ছে দখলের প্রামাণ্য দলিল, মালিকানার দলিল নয়। খতিয়ানে মালিক ছাড়া অন্য কারো নাম অন্তর্ভুক্ত হয়ে গেলে যেমন সেই ব্যক্তির মালিকানা সৃষ্টি হয় না তেমনি প্রকৃত মালিকের মালিকানা স্বত্বও নষ্ট হয় না। খতিয়ানে করণিক ভুল সংশোধনে সেবাগ্রহীতাকে সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে হবে।

কর্মশালায় উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মো. এমদাদুল হক চৌধুরী, অতিরিক্ত সচিব (মাঠ প্রশাসন অনুবিভাগ) মোহাম্মদ মাহফুজুর রহমান এবং প্রকল্প পরিচালক মো. পারভেজ হাসান, বিপিএএ-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা