শিরোনাম
ফেনীতে রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি সোনাগাজীর আইনশৃঙ্খলা রক্ষায় জনআস্থা অর্জনে সফল ওসি বায়েজীদ আকন জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জামায়াতের ৫ ইসলামী ব্যাংক একীভূতের সিদ্ধান্ত চূড়ান্ত করল কেন্দ্রীয় ব্যাংক নেতারা ফুর্তি করে বিদেশে কর্মীরা গণপিটুনি খায় দেশে! সোনাগাজীর উপজেলার ইউএনও ও ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবিপার্টি নেতারা ফেনীতে অনুমতি ছাড়া খাল ভরাট, ৪ জনের ২ লাখ টাকা জরিমানা নেপালের পর এবার ভারতেও আন্দোলন শুরু কেন্দ্রের ভেতরে ‘মেকানিজম’ করেছেন সাদিক কায়েম, বাইরে ছাত্রদল: আবদুল কাদের পদত্যাগপত্রে কী লিখেছিলেন কেপি শর্মা অলি
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ফের ভাঙচুর, আগুন

Reporter Name / ৩০ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

রাজধানীর কাকরাইলে আবারও জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও জলকামান ব্যবহার করে। পাশাপাশি কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

গণঅধিকারের সভাপতি নুরুল হক নুরের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলার ঘটনার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবিতে আজ বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংহতি সমাবেশ করে দলটির নেতাকর্মীরা। পরে তারা পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের দিকে রওনা হন। এর পরই জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এদিকে, হামলার আধা ঘণ্টা পর সেখানে পুলিশ গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান থেকে পানি, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে উত্তেজিত জনতা আরও বেপরোয়া হয়ে ওঠে। পরবর্তী সময়ে ধীরে ধীরে জাপার কার্যালয় থেকে বিক্ষুব্ধদের সরিয়ে দেয় পুলিশ।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘গণঅধিকার পরিষদের কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং জলকামান ব্যবহার করে। তাদের দ্বারা সৃষ্ট আগুন নিভিয়ে ফেলা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক।’

জাপার কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ; পুলিশের লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ বিক্ষোভকারীরা
এর আগে গত ৩০ আগস্ট জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের মিছিল নিয়ে যাওয়ার সময় জাপা নেতা-কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। এদিনও জাপা কার্যালয়ে আগুন দেওয়া হয়। পরে নুরুল হক নুরসহ নেতা-কর্মীরা গণঅধিকার কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতিকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের হামলায় নুরসহ অনেকে আহত হন। বর্তমানে নুরুল হক নুর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা