শিরোনাম
ফেনীতে রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি সোনাগাজীর আইনশৃঙ্খলা রক্ষায় জনআস্থা অর্জনে সফল ওসি বায়েজীদ আকন জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জামায়াতের ৫ ইসলামী ব্যাংক একীভূতের সিদ্ধান্ত চূড়ান্ত করল কেন্দ্রীয় ব্যাংক নেতারা ফুর্তি করে বিদেশে কর্মীরা গণপিটুনি খায় দেশে! সোনাগাজীর উপজেলার ইউএনও ও ওসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবিপার্টি নেতারা ফেনীতে অনুমতি ছাড়া খাল ভরাট, ৪ জনের ২ লাখ টাকা জরিমানা নেপালের পর এবার ভারতেও আন্দোলন শুরু কেন্দ্রের ভেতরে ‘মেকানিজম’ করেছেন সাদিক কায়েম, বাইরে ছাত্রদল: আবদুল কাদের পদত্যাগপত্রে কী লিখেছিলেন কেপি শর্মা অলি
শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০৮ পূর্বাহ্ন

আগে ঠিক করুন, শেখ হাসিনাকে আপা ডাকবেন নাকি আম্মাজান’, নুরের উদ্দেশ্যে জাপা মহাসচিব

Reporter Name / ৩১ Time View
Update : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাকে ‘মব সন্ত্রাস’ হিসেবে উল্লেখ করেছেন। এ ঘটনায় বিচার দাবি করে তিনি অন্তর্বর্তী সরকারকে ২৪ ঘণ্টার মধ্যে ফলপ্রসূ ব্যবস্থা গ্রহণের সময় বেঁধে দিয়েছেন।

তিনি বলেন, ‘যদি বিচার দৃশ্যমান না হয়, তাহলে দেশের প্রতিটি জাপা নেতা-কর্মী আন্দোলন গড়ে তুলবে। শীঘ্রই গোটা রংপুর বিভাগে হরতাল ঘোষণা করা হবে এবং ধাপে ধাপে সারা দেশে আন্দোলন সম্প্রসারিত হবে।’

জাতীয় পার্টি ছাড়া আগামী সংসদ নির্বাচন হবে না বলে মন্তব্য করে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘যেই সরকার মব নিয়ন্ত্রণ করতে পারে না, সেই সরকার নির্বাচনের জন্য প্রস্তুত নয়।’

তিনি আরও বলেন, গণ অধিকার পরিষদ এ ঘটনায় দায় এড়াতে পারবে না। সন্ত্রাসবিরোধী আইন অনুসারে, জাতীয় পার্টির কার্যালয়ে আগুন দেওয়া একটি সন্ত্রাসী কর্মকাণ্ড, এবং এর দায় সংশ্লিষ্টদের নিতে হবে।

মহাসচিব আরও বলেন, ‘ইনক্লুসিভ ভোট মানে জাতীয় পার্টি থাকবে। ফেয়ার ভোট মানে জাতীয় পার্টি থাকবে। সামনের সংসদে জাতীয় পার্টি থাকবে।’ তিনি সরকারের পক্ষ থেকে মব নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং মাজার রক্ষায় অক্ষমতা উল্লেখ করে বলেন, ‘যদি সরকার এসব করতে ব্যর্থ হয়, তবে সেই সরকার নির্বাচনের জন্য প্রস্তুত নয়।’

তিনি গণ অধিকার পরিষদের নেতাদের সমাবেশের প্রসঙ্গও উল্লেখ করেন। শ্লোগান “যেই পথে গেছে আপা, সেই পথে যাবে জাপা” প্রসঙ্গে তিনি নুরুল হক নুরকে ইঙ্গিত করে বলেন, “আগে ঠিক করুন, আপা ডাকবেন না আম্মাজান ডাকবেন। যিনি আপা, তিনি তো আম্মা না। আর যিনি আম্মা, তিনি তো আপা না। তারপর রাজনীতি করুন।”

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়ে নুরুল হক নুর বলেছিলেন, ​‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে নিজের মায়ের ছায়া দেখতে পাই।’ তিনি আরো বলেছিলেন, ‘আড়াই বছর বয়সে আমি মাকে হারাই। ছোটবেলায় আমার একজন স্কুল শিক্ষিকার মাঝে মায়ের ছায়া দেখতে পেয়েছি। আর একজনের মধ্যে আমি মাতৃত্বকে খুঁজে পেয়েছি। তিনি হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা