আজ
|| ১৯শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৪ঠা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ || ২৬শে রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ফেনীতে অনুমতি ছাড়া খাল ভরাট, ৪ জনের ২ লাখ টাকা জরিমানা
প্রকাশের তারিখঃ ১০ সেপ্টেম্বর, ২০২৫
অনুমতি ছাড়া খাল ও পুকুর ভরাটের দায়ে ফেনীতে চারজনকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শহরের দাউদপুর কাঁচাবাজার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করেন ফেনী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জসিম উদ্দিন।
জরিমানাকৃতরা হলেন—সোনাপুরের গোলাম আলম মজুমদার, ফলেশ্বরের শাহ আলম, পশ্চিম ছাগলনাইয়ার আব্দুল আহাদ এবং নোয়াখালীর কবিরহাট এলাকার আবু সাইদ। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।
আদালত সূত্রে জানা গেছে, অনুমতি ছাড়া বালু উত্তোলন ও সরকারি খাস জায়গা দখলের চেষ্টার অভিযোগে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’ এবং ‘পরিবেশ সংরক্ষণ আইন’-এ এ জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. জসিম উদ্দিন জানান, পুকুর ও সরকারি খাস জায়গা ভরাটের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের কার্যক্রম না ঘটে সে বিষয়ে সতর্ক করা হয়েছে।
Copyright © 2025 আজকের মেইল. All rights reserved.