আজ
|| ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৬ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
সরকার ঘোষণা দিল আরও দুই জাতীয় দিবস
প্রকাশের তারিখঃ ৭ অক্টোবর, ২০২৫
সরকার ৭ অক্টোবর ও ২৫ ফেব্রুয়ারিকে জাতীয় দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। প্রতি বছর এই দুটি দিনকে বিশেষভাবে উদযাপন করা হবে।
সোমবার (৬ অক্টোবর) বিকেলে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টায় ঢাকাসহ দেশের সব শিল্পকলা একাডেমিতে ‘ইউ ফেইলড টু কিল আবরার ফাহাদ’ শীর্ষক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হবে। ঢাকার প্রদর্শনীতে উপস্থিত থাকবেন আবরারের বাবা।
পোস্টে আরও জানানো হয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে একটি বার্ষিক ক্যালেন্ডার তৈরির কাজ চলছে।
এতে সাংস্কৃতিক উৎসবের পাশাপাশি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ দিন হিসেবেও আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী (৭ অক্টোবর) ও বিডিআর ম্যাসাকার দিবস (২৫ ফেব্রুয়ারি) অন্তর্ভুক্ত করা হচ্ছে। এখন থেকে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এই দুটি দিবস জাতীয়ভাবে পালিত হবে।
Copyright © 2025 আজকের মেইল. All rights reserved.