রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:১২ পূর্বাহ্ন

সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিরোধ, মায়ের লাশ দাফনে বাধা

Reporter Name / ৭৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় দুই ভাইয়ের সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে মায়ের লাশ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। সম্পত্তি নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এ অমানবিক ঘটনার ২০ ঘণ্টা পর কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেমের হস্তক্ষেপে দাফন সম্পন্ন হয় ঐ নারীর।

বৃহস্পতিবার (৯অক্টোবর) সকালে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর এলাকার এনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। এতে এ এলাকায় বিরূপ সমালোচনার ঝড় ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাদপুর এলাকার মৃত মাওলানা সেলামত উল্ল্যাহর স্ত্রী আমেনা বেগম (৬৫) বুধবার সন্ধ্যা ৬টায় নোয়াখালীর বেগমগঞ্জ এলাকায় তার মেয়ের বাড়িতে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার লাশ স্বামীর কবরের পাশে দাফনের জন্য শাহাজাদপুর নিজ বাড়িতে নিয়ে আসা হয়। এ সময় তার দু’ছেলে নজিব উল্ল্যাহ ও সাইফুল্লার মধ্যে সম্পত্তির ভাগ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে মারামারি সৃষ্টি হয় এবং মায়ের লাশ দাফনে বাধা প্রদান করে।

এ সময় এলাকার লোকজন তাদেরকে দাফন সম্পন্ন করতে অনুরোধ করেও বার্থ হয়। পরে সংবাদ পেয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম ঘটনাস্থলে গিয়ে দু’ছেলের মধ্যে সমঝোতা করেন এবং বৃহস্পতিবার দুপুর ২টায় দাফন সম্পন্ন করা হয়।

স্থানীয় বাসিন্দা মাওলানা বিল্লাহ জানান, নজিব উল্ল্যাহ ও সাইফুল্লার মধ্যে সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিষয়ে একাধিকবার বসে মীমাংসার চেষ্টা করেও কোনো সমাধান না হওয়ায় এ ঘটনা ঘটে। এমন ঘটনায় আমরা সকলে মর্মাহত।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আমি দুই পক্ষকে বুঝিয়ে সমঝোতায় এনেছি। পরে দুপুর ২টায় লাশ দাফনের ব্যবস্থা করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা