শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৩:৪৯ অপরাহ্ন

জামায়াত প্রার্থীর মাইক কেড়ে নিলেন নিজ দলের কর্মীরা

Reporter Name / ৪২ Time View
Update : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও উপজেলা নায়েবে আমির মুশাররফ হোসেনের হাতে থাকা মাইক কেড়ে নিয়েছেন তারই দলের স্থানীয় নেতাকর্মীরা। আজ সোমবার (২৭ অক্টোবর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা বাসস্টেশনে ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত গণমিছিল ও সমাবেশে এ ঘটনা ঘটে।

জানা যায়, কুমিল্লা উত্তর জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত ওই কর্মসূচিতে প্রার্থী মুশাররফ হোসেন বক্তব্যকালে উপস্থিত কিছু কর্মী হঠাৎ মাইক কেড়ে নেন।

সমাবেশে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. আব্দুল মতিন, জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ার হোসেন, চান্দিনা উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, পৌর জামায়াতের আমির মাওলানা আবুল হোসেনসহ স্থানীয় নেতারা।

এ বিষয়ে উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান জানান, বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্থানীয় এমপি প্রাণ গোপাল দত্তের সাথে ঘনিষ্ঠতা থাকায় দলীয় নেতাকর্মীরা তার উপর ক্ষুব্ধ হয়েছে। ফলে এমন কাণ্ড ঘটায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা