রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

নির্বাচন না-ও হতে পারে, কিন্তু জুলাই সনদ সবার আগে হতে হবে’

Reporter Name / ৪০ Time View
Update : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, গণভোটের সাথে উচ্চকক্ষে পিআরের বিষয়টিও জড়িত কাজেই নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে তা সমাধান করতে হবে। জাতীয় নির্বাচন কোনও কারণে না-ও হতে পারে। কিন্তু জুলাই সনদ গুরুত্বপূর্ণ দলিল, এটা সবার আগে হতে হবে।

আজ বুধবার (২৯ অক্টোবর) জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ‘ইলেকটোরাল সাপোর্ট’ শাখার উপদেষ্টা এবং ‘প্রি-ইলেকশন অ্যাসেসমেন্টের প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে বাংলাদেশ সফররত একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই সনদ এতই গুরুত্বপূর্ণ যে কিছু ফান্ড খরচ করে হলেও গণভোটের মাধ্যমে এটা বাস্তবায়ন করা প্রয়োজন। নভেম্বরে গণভোট না হলে আগামী সব নির্বাচনেই চাপ পড়তে পারে।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়সহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের পরিবেশ, সরকারের অবস্থান ও জামায়াতের ভূমিকা নিয়েও বৈঠকে আলোচনার কথা জানান দলটির এ নেতা।

সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রস্তুতি দরকার তার সবই জামায়াতের রয়েছে বলেও প্রতিনিধি দলকে অবহিত করা হয়েছে বলে জানান সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা