আজ
|| ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ || ১৫ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
সাংবাদিক ও পুলিশ মুদ্রার এপিঠ-ওপিঠ
প্রকাশের তারিখঃ ১ নভেম্বর, ২০২৫
সাংবাদিক ও পুলিশ মুদ্রার এপিঠ-ওপিঠ, ফেনীর নবাগত এসপির মোহাম্মদ সফিকুল ইসলাম
ফেনীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সফিকুল ইসলাম।
আজ সোমবার বিকেলে পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান, ফেনী সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নিশাত তাবাসুম, জেলা গোয়েন্দা পুলিশের ওসি মর্ম সিংহ ত্রিপুরাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় পুলিশ সুপার সফিকুল জানান, সাংবাদিক ও পুলিশ মুদ্রার এপিঠ-ওপিঠ। আমরা উভয়ই সব সময় দেশের কল্যাণে কাজ করার চেষ্টা করি। ফেনীবাসীকে আগামী দিনগুলোতে যেন সকলের সহযোগিতায় সার্বিক নিরাপত্তা দিতে পারি এবং আসন্ন নির্বাচনে যেন ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যেতে পারে-সেই নিশ্চয়তা দিতে সবার সহযোগিতা চাই।
তিনি আরও বলেন, জেলায় অনিবন্ধিত সিএনজি, থ্রি হুইলার যেন চলাচল করতে না পারে এ বিষয়ে জেলা প্রশাসকের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেওয়া হবে। চেষ্টা করবো মানুষ যেন পুলিশের উপর আস্থা পায়।
মতবিনিময় সভায় ফেনী রিপোটার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক দিদারুল আলম, দৈনিক ফেনীর সম্পাদক আরিফ রিজভী, এখন টিভি প্রতিবেদক সোলায়মান ডালিম,ইত্তেফাক প্রতিনিধি হাবীব মিয়াজীসহ শতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
Copyright © 2025 আজকের মেইল. All rights reserved.