রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

‘কয়েকটি দলের মন রক্ষায় দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছেন প্রধান উপদেষ্টা’

হাবীব মিয়াজী / ৪০ Time View
Update : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু

কয়েকটি রাজনৈতিক দলের মন জুগিয়ে চলতে গিয়ে প্রধান উপদেষ্টা দেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে ঠেলে দিয়েছেন বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মন্জু।

রোববার (২ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত ‘স্বল্প আস্থার সমাজে সংস্কার ও নির্বাচনি ঐক্যের রাজনৈতিক চ্যালেঞ্জ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘সংস্কারসহ দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকারের নীতিগত কোনো নিজস্ব অবস্থান নেই। প্রধান উপদেষ্টা কয়েকটি দলের মন রক্ষার চেষ্টা করছেন, যা দেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে।’

আলোচনায় অংশ নিয়ে আপ বাংলাদেশ-এর আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, ‘রাষ্ট্রের দুর্বলতা কাজে লাগিয়ে রাজনৈতিক দলগুলোর ক্ষমতায় যাওয়া মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। ঐকমত্য কমিশনের সংস্কারের সঙ্গে জনগণের কোনো সংযোগ নেই।’

এ সময় দুদক সংস্কার কমিশনের সদস্য অধ্যাপক ড. মুশতাক হোসেন খান বলেন, ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ক্ষেত্রে কোনো সমঝোতার মাধ্যমে নতুন রাজনৈতিক বন্দোবস্ত সম্ভব নয়। মৌলিক সংস্কার ছাড়া আস্থা ফেরানো যাবে না।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা