ফেনীতে ৯ম আন্তর্জাতিক কেরাত সম্মেলনের আজীবন সদস্য ও সুধী সমাবেশে এমন মন্তব্য করেন সংগঠনের উপদেষ্টা ও এবি পার্টি ফেনী জেলার সিনিয়র সহ-সভাপতি আফলাতুন বাকি।
তিনি ছাত্রদল, ছাত্রশিবিরসহ স্বেচ্ছাসেবকদের সুশৃংখল টিম গঠন করতে পরামর্শ দেন,
গতকাল (১ নভেম্বর) শনিবার রাতে সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা আব্দুল পাত্তার সভাপতিত্বে সদস্য সচিব মাওলানা ওয়াজি উল্লার সঞ্চালনায় শহরের একটি চাইনিজ রেস্টুরেন্টে আজীবন সদস্যদের নিয়ে সুধী সমাবেশটি অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামের ফেনী জেলার আমির মুফতি আব্দুল হান্নান ফেনী জেলা যুবদলের আহ্বায়ক নাসির উদ্দিন খন্দকার, কেরাত সম্মেলনের উপদেষ্টা মাওলানা নুরুল আমিন, ক্বারী মুস্তাফিজুর রহমান,ফেনী আলিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মোশারফ হোসেন, কেরাত সম্মেলনের উপদেষ্টা আব্দুল্লাহ আল মামুন আনসারী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ফেনী জেলার সদস্য সচিব এস এম কায়সার এলিন,ফেনী জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক রশিদ আহমদ মজুমদার উপস্থিত ছিলেন।