অগ্রণী ব্যাংকে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দুটি লকারে ৮৩২ ভরি স্বর্ণের গয়না পাওয়া গেছে। আদালতের অনুমতি নিয়ে লকার ভেঙে এসব স্বর্ণালঙ্কার জব্দ করে এনবিআর।
মঙ্গলবার রাতে ব্যাংকের প্রধান শাখায় ভল্ট দুটি ভাঙে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল- সিআইসি।
কর্মকর্তারা জানান, শেখ হাসিনার নামে ব্যাংকটির প্রধান শাখায় ৭৫১ এবং ৭৫৩ নম্বর লকার বরাদ্দ ছিল। সম্পদের তথ্য গোপন কোরে কর ফাঁকির অভিযোগে গত সেপ্টেম্বরে তা জব্দ করা হয়।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী এবার এগুলো ভাঙা হয়েছে। লকার দুটিতে বিপুল পরিমাণ বিদেশি উপহার সামগ্রীও পাওয়া গেছে। এসব উপহার সরকারি তোষাখানায় জমা দেয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারত চলে যান শেখ হাসিনা। এরই মধ্যে তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির রায় হয়েছে। জব্দ হয়েছে সম্পদও।