ফেনীর সোনাগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিগ্যান চাকমা ও অফিসার ইনচার্জ (ওসি) বায়েজিদ হোসেন আকনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন আমার বাংলাদেশ পার্টি -এবি পার্টি সোনাগাজী উপজেলার নেতারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিসার ইনচার্জ এর কার্যালয়ে সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন- এবি পার্টি ফেনী জেলা কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক আফলাতুন বাকি, প্রচার ও মিডিয়া সম্পাদক সাংবাদিক হাবীব মিয়াজী, সোনাগাজী উপজেলার আহবায়ক সহকারী অধ্যাপক রহমত উল্যাহ মিজান, সদস্য সচিব বিশিষ্ট উদ্যোক্তা ওয়াসিউর রহমান খসরু, যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসিকে এবি পার্টির রাষ্ট্র মেরামতের রুপরেখার বইটি হাতে তুলে শুভেচ্ছা জানান এবিপার্টির নেতারা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা ও ওসি বায়েজিদ হোসেন আকন্দ বলেন সোনাগাজী উপজেলায় আমরা নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাদের অনেক বিষয়ে চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় রাজনৈতিক নেতাদেরও ইতিবাচক সহযোগিতা কামনা করেন তারা ।