ফেনীতে নির্বাচনী প্রচারণায় এবি পার্টি চেয়ারম্যান/
খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন মঞ্জু
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন আমার বাংলাদেশ পার্টি( এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। এসময় তিনি জোট গঠনসহ নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা বলেন।
শনিবার (২৯ নভেম্বর) সকালে নিজ নির্বাচনী এলাকা শর্শদী বাজারে নির্বাচনী গণসংযোগ কালে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ, আমি ডাক্তারদের সাথে কথা বলেছি। তার অর্গানগুলো ফেইল করে যাচ্ছে। তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাই। ফেনী সবসময় উন্নয়ন বঞ্চিত ছিল, এখানে মেডিকেল কলেজ ইউনিভার্সিটি হওয়ার কথা হয়নি, আমরা সেগুলো নিয়ে মানুষের সাথে কথা বলছি।
মঞ্জু বলেন, আমার নিজ এলাকা শর্শদী বাজার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গণসংযোগ শুরু করেছি। মানুষ আমাকে ভালোভাবে গ্রহণ করছে। এটি আমাদের জন্য খুব আনন্দের। আমাদের মার্কা সম্পর্কে অনেকে জানে। রাজনীতিকে আমরা নতুন ভাবে দাঁড় করাতে চাই। সমস্যা যেগুলো আছে সেগুলো সামাধানে কাজ করব।
তিনি বলেন, রাজনৈতিক সম্প্রীতির মধ্যে দিয়ে উন্নয়ন বঞ্চিত ফেনীকে উন্নয়ন করতে চাই। এখানে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় হওয়ার কথা হয়নি। সেগুলো নিয়ে কাজ করতে চাই। জোটের বিষয়ে আমরা চেষ্টা করছি, জোট হলেও ভালো তবে না হলেও জনগনের কাছে যে অঙ্গীকার সেটি নিয়ে কাজ করে যাব।
এদিন মঞ্জু শর্শদী বাজারে ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। এদিন বিকালে তিনি ফেনী শহরে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেন। শহরের বড় মসজিদ রোড থেকে শুরু করে বড় বাজার ও তার আশেপাশের দোকান এবং মিজান রোড অব্দি নির্বাচনী লিফলেট বিতরণ করেন এবং ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও বড় বাজারে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন তিনি।
গণসংযোগকালে এবি পার্টির ফেনী জেলার সিনিয়র যুগ্ন আহবায়ক আফলাতুন বাকীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ফেনীর কৃতি সন্তান কেন্দ্রীয় নেতা বারকাজ নাসির আহমাদ, তোফাজ্জল হোসেন রমিজ, জেলা যুগ্ম সদস্য সচিব মামুন আনসারী, নজরুল ইসলাম কামরুল, প্রচার ও মিডিয়া সম্পাদক সাংবাদিক হাবীব মিয়াজী, যুব পার্টির সদস্য সচিব ইব্রাহিম সোহাগ, ইউনিয়ন সভাপতি মোস্তাফিজ পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।