মঙ্গলবার, ০২ ডিসেম্বর ২০২৫, ০২:৫৮ অপরাহ্ন

গত ১৬ বছরে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, আফলাতুন বাকী

নিজস্ব প্রতিবেদক / ১৫ Time View
Update : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে এবি পার্টি মনোনিত সংসদ সদস্য পদ প্রার্থী মুজিবুর রহমান মঞ্জুর পক্ষে গনসংযোগকালে এই মন্তব্য করেন এবি পার্টি ফেনী জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক আফলাতুন বাকী।

তিনি বলেন, গত ১৬ বছরে সাধারণ মানুষ ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি, আওয়ামী লীগ তাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট ভারী করার জন্য সব সময় উঠেপড়ে লেগেছিল। এজন্য সাধারণ মানুষ এখন নির্বাচনমুখী হয়ে আছে। আগামী নির্বাচন নিয়ে ভোটারদের মধ্যে উৎসবের আমেজ তৈরি হয়েছে। পাশাপাশি মজিবুর রহমান মঞ্জুকে ফেনী-২ আসনে নির্বাচিত করার প্রতিশ্রুতি দিয়েছেন সাধারণ ভোটাররা।

সোমবার (০১ডিসেম্বর) বিকালে ফেনী-২ (ফেনী সদর) নির্বাচনী এলাকা ফেনী পৌরসভার মহিপালে গণসংযোগ করেন নেতৃবৃন্দ।

এ সময় তারা সাধারণ ভোটারদের কাছে মজিবুর রহমান মঞ্জুর সালাম ও আগামী নির্বাচনে ঈগল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানান ।

এবি পার্টি ফেনী জেলার যুগ্ম সদস্য সচিব মামুন আনসারীর সভাপতিত্বে গনসংযোগে যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, প্রচার ও মিডিয়া সম্পাদক সাংবাদিক হাবীব মিয়াজী, যুব পার্টির সদস্য সচিব এসএম ইব্রাহীম সোহাগ,সদস্য মাজহারুল ইসলাম জয়, সদর উপজেলার সদস্য সাইদুল হক মিলন, শর্শদি ইউনিয়ন আহবায়ক মোস্তাফিজুর রহমান পারভেজ, ভারপ্রাপ্ত সদস্য সচিব আবিদ হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা