রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ অপরাহ্ন

বালিগাঁও ডাকাতের দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে মঞ্জু

ফেনী অফিস / ১৩ Time View
Update : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

ফেনী সদর উপজেলা বালিগাঁও ইউনিয়নের কাতালিয়া গ্রামের ঈসমাইল হোসেনের ঘরে ডাকাতদলের লুটপাট পরবর্তী দেওয়া আগুনে পোড়া নি:স্ব পরিবারের পাশে দাঁড়িয়েছেন ফেনী ২ (সদর) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

মঙ্গলবার (০২ ডিসেম্বর) বিকালে এবি পার্টি ফেনী জেলার নেতা কর্মীরা মজিবুর রহমান মঞ্জুর পক্ষ থেকে পরিবার ও পোড়া ঘরটি পরিদর্শন যান। এ সময় মজিবুর রহমান মঞ্জু ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে ভার্চুয়ালি কথা বলেন, তার পক্ষ থেকে নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত ঈসমাইল হোসেনের হাতে নগদ অর্থ তুলে দেন এবং পরবর্তীতে মঞ্জুর পক্ষ থেকে যে কোন ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দেন। 

এ সময় এবি পার্টি ফেনী জেলার সিনিয়র যুগ্ন আহবায়ক আফলাতুন বাকী, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, প্রচার ও মিডিয়া সম্পাদক সাংবাদিক হাবীব মিয়াজী, সদর উপজেলার সদস্য সাইদুল হক মিলন, বালিগাঁও ও কালিদহ ইউনিয়নের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত সোমবার (০১ডিসেম্বর) গভীর রাতে ডাকাতদল ডাকাতি শেষে বসতঘরে আগুন লাগিয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটায়। এতে মুর্হুতের মধ্যেই তার (ঈসমাইল) হোসেনের বসতঘর, অবশিষ্ট থাকা আসবাবপত্রসহ সকল মালামাল পুড়ে যায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা